বুধবার ১৬ ফেব্রুয়ারী ২০২২ - ১৪:০৮
আলি ডে ১৩ রজব

হাওজা / মদিনাতুল এডুকেশান সেন্টারের পক্ষ থেকে ১৩ রজব হযরত আলী (আ:) এর জন্মদিন উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনাহ জেলার অর্ন্তরগত মাশিয়া গ্রামে ১৩ রজব হযরত আলী (আ:) এর পবিত্র জন্মদিন উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী নাকী সাহেব কিবলা ও হুজ্জাতুল ইসলাম মাওলানা হায়দার আলী সাহেব কিবলা, এছাড়া উপস্থিত ছিলে এলাকার মোমিন ও মোমেনা।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha